সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

উন্নয়ন-বাণিজ্য প্রসারে রাশিয়ার সহযোগিতা চাইলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে রাশিয়ার ধারাবাহিক সহযোগিতা কামনা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রগায়ন ও সুসংহতকরণ সম্ভব। রাজধানীর সংসদ ভবনে গতকাল স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত কভিড-১৯ মোকাবিলা করে ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের গৃহীত উদ্যোগসমূহেরও প্রশংসা করেন।

এর আগে রাষ্ট্রদূত আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিতব্য ‘তৃতীয় ইউরো এশিয়া উইমেন্স কনফারেন্সে’ অংশগ্রহণের জন্য রাশিয়ার স্টেট ডুমার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে আমন্ত্রণ জানান। স্পিকার সাদরে এ আমন্ত্রণ গ্রহণ করেন।

সর্বশেষ খবর