শিরোনাম
বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে কর্মরত ৬ বাংলাদেশি প্রকৌশলী ঢাকা ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তান থেকে কাতারে সরিয়ে নেওয়া ছয় বাংলাদেশি প্রকৌশলী ঢাকা ফিরেছেন। তাদের বহন করা এমিরেটস এয়ারের (ইকে-৫৮৪) ফ্লাইটটি কাতার থেকে দুবাই হয়ে গত রাত ১১টা ৩২ মিনিটে ঢাকায় অবতরণ করেছে। তারা হলেন- রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মাদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। শুক্র ও শনিবার চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থী ও অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ওই ছয় টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারকে আফগানিস্তান থেকে কাতারের দোহায় সরিয়ে নেওয়া হয়। জানা গেছে, গত ১৬ আগস্ট তাদের দেশে ফেরার কথা ছিল।

তবে, ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের সেই ফ্লাইট বাতিল হয়ে যায়। এরপর যেদিন কাবুল বিমানবন্দরে দুটি বোমা বিস্ফোরণে প্রায় ১০০ মানুষ মারা যান। ওই দিন দুপুরে আবারও তাদের ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

অবশেষ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর