মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ছাত্রদলের সাবেক সভাপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদলের সাবেক সভাপতিসহ চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের কাজে ‘বাধা দেওয়ার’ মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল পুলিশের করা রিমান্ড আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসী দুই দিন তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ মামলার অপর আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার ওরফে সেতু, বরিশাল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুহুল মৃধা এবং আশরাফুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মইনুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর এ চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক সেদিন আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন রাখেন।

সেই শুনানির জন্য গতকাল আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী জিয়া উদ্দিন জিয়াসহ কয়েকজন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মঈদুল ইসলাম জানান। গত ৮ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকা থেকে রাজীব আহসানসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়।

সর্বশেষ খবর