শিরোনাম
সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিদ্যুৎ দিয়ে বন্যপ্রাণী হত্যা করলে ব্যবস্থা

------------ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের লাইন বা তার ব্যবহার করে বন্যপ্রাণী হত্যা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সম্প্রতি বিদ্যুতের তারে জড়িয়ে হাতি হত্যা সংক্রান্ত কিছু খবর নজরে এসেছে। হাতির উপদ্রব থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় জিআই তার দিয়ে বেষ্টনী তৈরি করে তাতে বিদ্যুতের লাইন সংযুক্ত করা হয়েছে। এতে যখন কোনো হাতি ওই এলাকায় প্রবেশ করতে যাচ্ছে তখন বিদ্যুতের শকে মারা যাচ্ছে। এই প্রবণতা বন্যপ্রাণী ও মানুষের জন্য খুবই মারাত্মক। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এসব কথা বলে তিনি একটি পোস্ট করেন।

নসরুল হামিদ বলেন, এভাবে কোনো প্রাণী হত্যা আইনত দন্ডনীয় অপরাধ। এমন কাজ থেকে তিনি বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ খবর