সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভাল্ব প্রতিস্থাপনে নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

কাজী মো. আবদুর রউফ কিডনি, ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে তার বাইপাস সার্জারিও হয়েছিল। সমস্যা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা দেখেন তার হৃৎপিন্ডের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। অধ্যাপক ডা. মো. শাহাবউদ্দিন তালুকদার ট্রান্সক্যাথেটার এওর্টিক ভাল্ব রিপ্লেসমেন্ট পদ্ধতিতে সফলভাবে ভাল্ব প্রতিস্থাপন করেন। দেশে ভাল্ব প্রতিস্থাপনের নতুন পদ্ধতি সম্পর্কে জানাতে গতকাল সংবাদ সম্মেলন করে এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। এ পর্যন্ত দেশে পাঁচবার এ পদ্ধতিতে ভাল্ব রিপ্লেসমেন্ট করা হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে তিনবার এবং বেসরকারি হাসপাতালে দুবার। এভারকেয়ার হাসপাতালে এ চিকিৎসায় ব্যবহৃত ডিভাইসের দাম পড়েছে ৩০ লাখ টাকা এবং হাসপাতালের খরচ হিসেবে ৪ লাখ টাকা রোগীকে বহন করতে হয়েছে। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিস বিভাগের ডেপুটি ডিরেক্টর ডা. আরিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদীপ চাস্কার, হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম রেজা, সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. তামজীদ আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ডা. কাজী আতিকুর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার ভিনয় কাউল। ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. শাহাবউদ্দিন তালুকদার বলেন, মানুষের হৃৎপিন্ডে এওর্টিক ভাল্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কারণে ভাল্বটি সরু হয়ে যায় এবং শরীরের স্বাভাবিক রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়। সাধারণত এওর্টিক ভাল্ব স্টেনোসিস ওপেন হার্ট সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হলেও, তা বিশেষ করে বয়স্ক রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সার্জারির বিকল্প হিসেবে ট্রান্সক্যাথেটার এওর্টিক ভাল্ব রিপ্লেসমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়।

এ পদ্ধতিতে পা কিংবা শরীরের অন্য অঙ্গে ক্যাথেটার লাগিয়ে ডিভাইস হৃৎপিন্ডে প্রতিস্থাপন করা যায়। তাতে রোগী ঝুঁকিমুক্ত থাকে এবং সুস্থ জীবনে ফিরতে পারে।

সর্বশেষ খবর