জালিয়াতির মাধ্যমে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের মঈন উদ্দিন খান পরিচয়ে ২০ বছর ধরে কারারক্ষী পদে সিলেট কারাগারে চাকরি করছেন কুমিল্লার এক ব্যক্তি। সম্প্রতি জালিয়াতির বিষয়টি প্রকাশ হওয়ায় তদন্তে নেমেছে কারাকর্তৃপক্ষ। হবিগঞ্জ জেলা কারাগার ও ভুক্তভোগী পারিবার জানায়, ২০০১ সালে মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের নুর উদ্দিন খানের ছেলে মঈন উদ্দিন নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কারারক্ষী পদে চাকরির আবেদন করেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হাজির হয়ে শারীরিক ফিটনেস, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। মঈন উদ্দিন পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাকে যোগদানপত্র পাঠানো হয়নি। একপর্যায়ে চাকরির আশা ছেড়ে ফার্মেসি শুরু করেন। গত ১২ আগস্ট কারারক্ষী ক্রমিক নং-২১৮৬২ মূলে মঈন উদ্দিন খান চাকরি করেন মর্মে শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান বরাবর সিলেটের কারা উপ-মহাপরিদর্শক কার্যালয় থেকে চিঠি আসে। চেয়ারম্যান বাবুল হোসেন ওই চিঠি পেয়ে প্রত্যয়নপত্রের মাধ্যমে মঈন উদ্দিনকে জানান। চেয়ারম্যানের প্রত্যায়নপত্র পেয়ে মঈন উদ্দিন খান কারারক্ষী পদে তিনি চাকরি করেন না এবং তার নাম-ঠিকানা ব্যবহার করে কে চাকরি করছেন তা অবগত করার জন্য ১৬ সেপ্টেম্বর মাধবপুর থানায় জিডি করেন। এ ছাড়া ইউপি চেয়ারম্যান গত ১৬ নভেম্বর কারা উপ-মহাপরিদর্শক কামাল হোসেন বরাবর একটি প্রত্যয়ন পাঠান। তাতে উল্লেখ করেন মঈন উদ্দিন খান কারারক্ষীর চাকরি করেন না। এই চিঠি পেয়ে সিলেটের কারা উপ-মহাপরিদর্শক এক পত্রে মঈন উদ্দিন খানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। মঈন উদ্দিন উপ-মহাপরিদর্শক কামাল হোসেনের কাছে গিয়ে জানান, তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারারক্ষী পদে চাকরির পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু চাকরি পেয়েছেন এমন কোনো কাগজ পাননি। এ সময় তিনি চাকরিতে যোগদানের জন্য লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সিলেটের উপ-মহাপরিদর্শক বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ জেল সুপারকে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ জেল সুপারের পক্ষে জেলার জয়নাল আবেদীন চিঠি ইস্যু করে মঈন উদ্দিন খানকে কাগজপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী মঈন উদ্দিন খান এলাকার সাবেক চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে কারাগারে আসেন। কিন্তু মঈন উদ্দিন খান নাম-ঠিকানা ব্যবহার করে কুমিল্লার যে ব্যক্তি চাকরি করছেন তাকেও হবিগঞ্জ কারাগারে হাজির থাকার নির্দেশনা দিলে তিনি আসেননি।
শিরোনাম
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
একজনের নাম ব্যবহার করে ২০ বছর চাকরি করছেন আরেকজন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর