জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার পতন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারই এখন প্রধান এজেন্ডা। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে যে গভীরতম জাতীয় সংকটের সৃষ্টি হয়েছে, তাকে পুনরুদ্ধার করার অন্যতম পন্থা হচ্ছে জাতীয় সরকার। গণবিচ্ছিন্ন অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিজয়ী শক্তির নেতৃত্বেই জাতীয় সরকার গঠিত হবে। গতকাল রাজধানীতে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, জনগণের ভোটাধিকার, মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার হরণকারী, সংবিধান লঙ্ঘনকারী ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে তাদের পদত্যাগে বাধ্য করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অর্থাৎ সাংবিধানিক চেতনায় রাষ্ট্রকে পুনর্বহাল করাই এখন মূল লক্ষ্য। জাতীয় জীবনে গভীর শাসনতান্ত্রিক রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সরকারের পন্থাই অনুসরণ করতে হয়। জেএসডি সভাপতি বলেন, রাতের অন্ধকারে ভোট সম্পন্ন করার পর হতবাক জনগণের ঘৃণাভরা নীরব প্রত্যাখ্যান ক্ষমতাসীন সরকার বুঝতে ব্যর্থ হয়েছে। ভোট জালিয়াতির নির্বাচনের পর পদত্যাগ করাই সরকারের নৈতিক দায়। সাংবিধানিক চেতনা নস্যাৎ করে, সর্বজনীন ভোটাধিকার পদদলিত করে এবং লজ্জা বিসর্জন দিয়ে শপথ গ্রহণ করা ভয়ংকর অপরাধ। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার পরের দিন সারা দেশে কবরের নীরবতা বিরাজমান ছিল বলে প্রমাণ হয় না জনগণ পৈশাচিক গণহত্যা মেনে নিয়েছে।
ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে চরম ঘাটতি রয়েছে এ সরকারের।
জেএসডির ঢাকা বিভাগের সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রবসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।