শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, তবারক বিতরণ, স্মরণসভা ও স্মরণিকা  প্রকাশ। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে গাজীপুর সিটির হায়দরাবাদ গ্রামে সকালে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, বিকালে মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি জোট সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করে। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর