মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

মে মাসে সড়ক দুর্ঘটনায় ১০৭ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গেল মে মাসে সড়ক দুর্ঘটনায় সারা দেশে ১০৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। আগের মাসে (এপ্রিল) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ৬৩ জন শিক্ষার্থী। গতকাল প্রকাশ করা রোড সেফটি ফাউন্ডেশনের মে মাসের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে সারা দেশে ৫২৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মারা গেছেন ৬৪১ জন। আহত হয়েছেন ১ হাজার ৩৬৪ জন। মে মাসে সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন গড়ে ২১ জনের মৃত্যু হয়েছে, যা এপ্রিলের তুলনায় ১৪ দশমিক ১৯ শতাংশ বেশি। মে মাসে দেশে যত সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার ৪৬ দশমিক ৭৮ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা। এ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২৭৯ জন। মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াদের মধ্যে নারী ৮৪ জন। শিশু ৯৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৩ দশমিক ৫২ শতাংশ মোটরসাইকেলের চালক ও আরোহী। আর দুর্ঘটনায় ১৮ দশমিক ৫৬ শতাংশ পথচারীর মৃত্যু হয়। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, মে মাসে সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা সবচেয়ে বেশি। এ সংখ্যা ২৯ দশমিক ২১ শতাংশ। ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ ২২ দশমিক ৯৭ শতাংশ। থ্রি-হুইলার ১৫ দশমিক ৭৫ শতাংশ। বাস ১৫ দশমিক ৯৭ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর