মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আন্তর্জাতিকভাবে মিয়ানমারের বিচার দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মামলার দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। গতকাল সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এক বিবৃতিতে বান্দরবান সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর মর্টার শেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে মিয়ানমারকে উচিত শিক্ষা দিতে হবে। বিশ্ব জানে মিয়ানমার একটি সন্ত্রাসী রাষ্ট্র। এদের ভয় করলে এরা ঘাড়ে উঠে নাচবে। জাতীয় সংসদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করারও দাবি জানান মোস্তফা তারেকুল হাসান।

সর্বশেষ খবর