মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যাত্রী কল্যাণ সমিতি মনগড়া তথ্য উপস্থাপন করেছে

পরিবহন মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

দেশের সড়ক পরিবহন সেক্টরকে অশান্ত করার হীন উদ্দেশ্যেই যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অসত্য ও মনগড়া তথ্য উপস্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মালিক সমিতি (বিএসপিএমএস) নেতারা। সংগঠনটির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। এতে আরও বলা হয়, এসব তথ্য উপস্থাপন করায় সমিতির নেতাদের সুনাম নষ্ট হচ্ছে এবং একই সঙ্গে জনগণের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই না করে মনগড়া তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

তারা বলেন, যাত্রী কল্যাণ সমিতি কীসের ভিত্তিতে এসব তথ্য পেয়েছে তার প্রমাণ অবশ্যই দিতে হবে। অন্যথায় সমিতির মহাসচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম¦র জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে রাজধানী ঢাকার গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া নৈরাজ্য হচ্ছে বলে উল্লেখ্য করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। আর গত রবিবার সংশোধনী বিবৃতিতে ঢাকায় গণপরিবহনে প্রতিদিন ৩ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানানো হয়।

সর্বশেষ খবর