মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিদেশ থেকে সোনালী ব্যাংকে হিসাব খোলা ও লেনদেন করা যাবে

বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোনালী ই-সেবা মোবাইল অ্যাপের আইওএস ভার্সনের মাধ্যমে বিদেশ থেকে হিসাব খোলা, সোনালী ই-ওয়ালেট মোবাইল অ্যাপের অ্যানড্রয়েড এবং আইওএস ভার্সনে মাধ্যমে বিদেশ থেকে লেনদেনসহ দেশের অভ্যন্তরে কিউআর কোডনির্ভর ক্যাশ পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। রবিবার রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন অর রশীদ মোল্লা, মফিজ উদ্দীন আহমেদ, অমল কৃষ্ণ মণ্ডলসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর