মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লোকালয়ে ফের বাঘের গর্জন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সুন্দরবন-সংলগ্ন লোকালয়ে বাঘের গর্জনে নির্ঘুম রাত পার করলেন গ্রামবাসী। ১৭ দিনের ব্যবধানে রবিবার রাত ৮টার দিকে সুন্দরবন-সংলগ্ন মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের লোকজন দুটি বাঘের গর্জন শুনতে পান। এরপর আতঙ্কিত এলাকাবাসী চাঁদপাই রেঞ্জের জিউধারার স্টেশনে খবর দেন। বনরক্ষীরা সেখানে গিয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে মাইকিং করেন। পাশাপাশি বন বিভাগসহ সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্যাট্রোল গ্রুপের সদস্যরা এলাকায় টহল দিতে থাকেন। এর মধ্যে রাত ২টার দিকে দুটি বাঘ একসঙ্গে গর্জন শুরু করলে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে ১২ জানুয়ারি রাতে চাঁদপাই রেঞ্জের ভোলা নদী পার হয়ে দুটি বাঘ শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে সুন্দরবন বিভাগের সতর্ক পাহারার মধ্যে দুই দিন পর বাঘ দুটি তাদের আবাসস্থলে ফিরে যায়।

সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, রবিবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের লোকজন দুটি বাঘের গর্জন শুনতে পান। খবর পেয়ে দ্রুত বনরক্ষীরা সেখানে গিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেন। পাশাপাশি রাতে লোকজনকে ঘর থেকে বের না হতে এলাকায় মাইকিং করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর