মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আইসিসিবিতে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো শুরু হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক

সেমস গ্লোবাল ইউএসএ এবং চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাব-কাউন্সিল চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের আয়োজনে আগামী বুধবার শুরু হচ্ছে ১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২৩-এর শীতকালীন সংস্করণ এবং পঞ্চম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো-২০২৩। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেমস গ্লোবালের সভাপতি মেহেরুন এন. ইসলাম বলেন, কভিড-১৯ মহামারির পর ২০২১ সালে আমরা সফলভাবে ‘টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রদর্শনীর আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এ বছরের প্রথম প্রদর্শনী ‘১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২৩ শীতকালীন সংস্করণ’ এবং ‘পঞ্চম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো-২০২৩’ আয়োজন করতে যাচ্ছি। ১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২৩ শীতকালীন সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এটি বাংলাদেশের ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক ও ডেনিম এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ তথা টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম বড় আন্তর্জাতিক প্রদর্শনী।

এতে ৫০০-এর বেশি বুথসহ ১২টি দেশের প্রায় ৩৫০টিরও বেশি কোম্পানি প্রতিনিধিত্ব করছে। এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য এটি একটি ওয়ান-স্টপ প্ল্যাটফরম। যেখানে প্রদর্শন এবং সরাসরি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে প্রদর্শকদের জন্য একটি ইন্টারেক্টিভ প্ল্যাটফরম তৈরি হবে। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

সর্বশেষ খবর