বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।
গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত এক সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এ ছাড়া পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজান ইবাদতের মাস। এ মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ইবাদতে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। রমজান মাসেই আটক আলেম-ওলামাদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। সভায় সংগঠনের কেন্দ্রীয় অন্য নেতারাও বক্তব্য রাখেন।