বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। তিনি বলেন, মুসলিমপ্রধান বাংলাদেশে ব্যবসায়ীদের এতটাই নৈতিক বিপর্যয় হয়েছে পবিত্র রমজান মাস এলেই তারা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত হন। সিন্ডিকেট, মজুদদারি ও কালোবাজারি করে অসাধু ব্যবসায়ীরা এবার পবিত্র রমজানেও কয়েকগুণ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে রোজাদারদের কষ্ট দিচ্ছেন, মানুষের জীবনমানকে অসহনীয় করে তুলেছেন। গতকাল কাকরাইলের হোটেল রাজমনী ইসা খাঁতে রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ, ইরান দূতাবাসের সেকেন্ড অফিসার জাবেদ আসকারি, সৈয়দ শহীদ উদ্দিন মাইজভান্ডারী, জাকির হোসাইন, সালাউদ্দীন সাকিব, মো. ইকবাল, মোঃ শাহ আলম, মোবারক হোসাইন ফরাজী।