গত ৬ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘চাঁদাবাজিতে বেপরোয়া সালাম ব্রাদার্স’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন সবুজ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাহেদুল ইসলাম বাসেত। তারা প্রকাশিত প্রতিবেদনকে অসত্য, মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত প্রতিবেদনটি যথাযথ প্রমাণ, বিশেষ করে কিছু গোপন ভিডিও কনটেন্টের ভিত্তিতেই তৈরি করা হয়।