যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, সেনাবাহিনী ও মিলিশিয়া বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে আটকা পড়েছে কয়েক হাজার বাংলাদেশি। সেখানে খাবারসহ নানা সংকট রয়েছে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এ সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।