শিরোনাম
বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তি করবে না : গোলাম মসীহ্

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বলেছেন, জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তি করে না এবং করবেও না। জাতীয় পার্টি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় পার্টি মাঠে থাকবে। সারা দেশে দলকে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ বলেন, বাংলাদেশে শ্রমিকের মূল্যায়ন এখনো যথেষ্ট নয়। সব শ্রমিকের ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা হওয়া উচিত।

অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রাহ্গির আল মাহি সাদ এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এম এ গোফরান, ডা. নুরুল ইসলাম মিলন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ, ইকবাল হোসেন রাজু প্রমুখ।

সর্বশেষ খবর