বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম-৮ আসনের এমপি হিসেবে শপথ নিলেন নোমান আল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নোমান আল মাহমুদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজ কার্যালয়ে গতকাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী নোমান আল মাহমুদ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দীন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়। গত ২৭ এপ্রিল ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপনির্বাচনে নোমান আল মাহমুদ জয়লাভ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়াসিকা আয়শা খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রাজী মোহাম্মদ ফখরুল ও উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি উপস্থিত ছিলেন।

এ ছাড়া, শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর