বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

পণ্য নকল করে বিক্রির অভিযোগে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

পণ্য নকল করে বিক্রির অভিযোগে গ্রেফতার ৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইলেকট্রিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়েনার’-এর পণ্য নকল করে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- নোয়াখালীর চাটখিলের সবুজ হোসেন, মুন্সীগঞ্জের শ্রীনগরের রুবেল হোসেন, টাঙ্গাইলের নাগরপুরের ওরফান ও কুমিল্লার মেঘনার সজিব আহম্মেদ। গত সোমবার রাতে যাত্রাবাড়ীর স্কুল রোডে কাজল সরদার বাড়ির কাছে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ওয়েনার কোম্পানির নাম খোদাই করার যন্ত্র ও বিভিন্ন নকল পণ্য জব্দ করা হয়। গতকাল এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের এডিসি মো. ইলিয়াছ হোসেন। তিনি জানান, রফিক ও আবুল কালাম নামে দুই ব্যক্তি কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ওয়েনার কোম্পানির পণ্য নকল করে বাজারজাত করে আসছিলেন।

 এ বিষয়ে জানতে পেরে কোম্পানির পক্ষ থেকে ডিবি পুলিশের কাছে অভিযোগ করা হয়। ঘটনার তদন্তে নেমে সবুজ, রুবেল, ওরফান ও সজিবকে গ্রেফতার করা হয়। এ সময় নকল কারখানার দুই মালিক রফিক ও আবুল কালাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় গ্রেফতার চারজনসহ আরও ৪-৫ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর