সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোট কেন্দ্রে ভোটার নিতে ভয় দেখাচ্ছে সরকার : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

লড়াইয়ের ভিতর দিয়ে ২০২৩ সাল শেষ হচ্ছে মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, সরকার একদিকে ৭ তারিখে ভোট কেন্দ্রে ভোটারদের হাজির করানোর জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, মানুষকে ভোট কেন্দ্রে যেতে নানাভাবে হুমকি দিচ্ছে। অন্যদিকে বিরোধিদলকে ধ্বংস করার জন্য লাশ ফেলার কথাও বলছে। নতুন করে ক্রাকডাউন করার পরিকল্পনা করছে। গতকাল ‘একতরফা ভোট বয়কট করুন’- এ আহ্বান নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। সমাবেশের পর একটি মিছিল সহযোগে পল্টন মোড় থেকে নয়া পল্টন এলাকায় গণসংযোগ করেন তারা। গণসংযোগপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব। নেতৃবৃন্দ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রসঙ্গ ধরে বলেন, ওবায়দুল কাদের যা বলেন, তিনি তা করেন। ২৮ অক্টোবর তারা পরিকল্পিত সহিংসতা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপিয়েছে। তারা এবারও লাশ ফেলে অন্যের ওপর চাপাবে। এই সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে পরিকল্পিত সহিংসতা করে বিরোধী সব আন্দোলন ভ ুল করতে চায়।

সর্বশেষ খবর