জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ বলেছেন, সামগ্রিকভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। ঐক্যই জাতির মেরুদন্ড, চালিকাশক্তি। ঐক্য থাকলে পরিবার, সমাজ তথা জাতির মধ্যে লক্ষ্যে পৌঁছাতে পারে দ্বিধাহীন চিত্তে। গতকাল রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় বিএলডিপি কার্যালয়ে ‘একতায় শক্তি-ঐক্যই বল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ঐক্যের আহ্বানকে স্বাগত জানান। তিনি বলেন, সব রাজনৈতিক দল ও শ্রেণিপেশার প্রতিনিধিত্বকারী সব পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জাতীয় গঠন করতে হবে।
বিএনডিপির চেয়ারম্যান ও পরিষদ সমন্বয়ক শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সেন্দোর আলী মনি, এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, প্রফেসর এ আর খান, মিজানুর রহমান মিজু, এম আর করিম প্রমুখ।