বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, দেশের উন্নয়নে ‘পল্লীবন্ধুু’ হুসেইন মুহম্মদ এরশাদের অবদান অনস্বীকার্য। জাতি তার অবদান কখনো ভুলবে না। রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর তিনি ৬৮ হাজার গ্রামবাংলাকে নতুন করে সাজিয়েছিলেন। আজও দেশের প্রতিটি প্রান্তরে তার উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জে কে হল মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, বাংলাদেশ নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি মাওলানা ড. গোলাম কিবরিয়া, জাতীয় পার্টির উপদেষ্টা হাফসা সুলতানা, ভাইস চেয়ারম্যান শাহ আলম তালুকদার, যুগ্ম মহাসচিব পীরজাদা সৈয়দ জুবায়ের প্রমুখ।