শিল্পে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন জ্বালানি সরবরাহ না থাকায় পণ্য উৎপাদনে দেশ পিছিয়ে পড়ছে বলে অভিমত সংশ্লিষ্টদের। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক ফোকাস গ্রুপ আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। আলোচনায় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান, নিউএইজ গ্রুপ আসিফ ইব্রাহীম, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)-এর সভাপতি শামীম আহমেদ, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘শিল্পে নিরবচ্ছিন্ন মানসম্পন্ন জ্বালানি সরবরাহ না থাকার কারণে আমরা পণ্য উৎপাদনে পিছিয়ে পড়ছি। আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কমে যাচ্ছে।’ শিল্পের খাত-ভিত্তিক গবেষণায় শিক্ষা খাতকে সম্পৃক্তকরণ এবং প্রয়োজনীয় ‘ইন্ডাস্ট্রি ম্যাপিং’-এর কথাও জানান তিনি। সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ‘দেশের বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি দক্ষতার সংজ্ঞাগত ও ধারণাগত পার্থক্য রয়েছে। দেশের জ্বালানির উৎস ও সরবরাহে একটি বড় প্রতিবন্ধকতা রয়েছে।’ বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ‘আমাদের বেসরকারি খাতের আর্থিক সক্ষমতা বেশ বেড়েছে, তাই জ্বালানি বিষয়ক গবেষণা কার্যক্রমের অর্থায়নে বেসরকারি খাতকে এগিয়ে আসা প্রয়োজন। যার মাধ্যমে এ খাতের নতুন প্রযুক্তির ব্যবহার, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিসহ সর্বোপরি একটি টেকসই ব্যবসাবান্ধব জ্বালানি পরিকল্পনা প্রণয়নে সক্ষম হবে।’ ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, ‘দেশের বৃহৎ শিল্প-কারখানাসমূহে জ্বালানি সরবরাহ থাকলেও, বিশেষকরে এসএমই খাতের উদ্যোক্তারা জ্বালানি স্বল্পতার কারণে উৎপাদন কার্যক্রম পরিচালনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান তার বক্তৃতায় বলেন, ‘নতুন শিল্প স্থাপনে জ্বালানির উচ্চ মূল্য দেশের শিল্পায়ন বিকাশে অন্যতম প্রতিবন্ধকতা।’ গাজীপুর শিল্পাঞ্চলে প্রতিদিন ৬-৮ ঘণ্টা লোডশেডিং চলছে, ফলে অতিরিক্ত খরচ হচ্ছে ৪-৫ লাখ টাকা বলেও যোগ করেন তিনি।