দলের সবচেয়ে দামি ফুটবলার সনি নর্দেকে ছাড়াই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আজ দ্বিতীয়পর্ব শুরু করতে হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পেশাদার লিগে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী। ক্লাব সভাপতি মনজুর কাদেরের অনুমতি নিয়ে বেলজিয়াম একটি দলের হয়ে ট্রায়াল ম্যাচ খেলতে হাইতিয়ান এ স্ট্রাইকার ১১ এপ্রিল ঢাকা ছাড়েন। কথা ছিল ১৪ এপ্রিলই তিনি ঢাকায় ফিরবেন। না আসাতে ক্লাব থেকে বেলজিয়ামে যোগাযোগ করা হলে সনি জানান ১৬ এপ্রিল ফিরবেন। পরে আবার নিজেই ফোন করে জানান ১৭ এপ্রিলে আসার কথা। গতকাল শেখ জামালের ফুটবল ম্যানেজার আনারুল করিম হেলালের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ভিসা মেয়াদে জটিলতায় সনি ১৯ এপ্রিল ঢাকায় ফিরবেন। জটিলতা দূর করতে ক্লাব থেকে জরুরি কাগজপত্র গতকালই সনির কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, আশা করছি ও ১৯ এপ্রিলই ফিরবে এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবেন। হেলাল নয়, পুরো ক্লাবই আশা করছে সনি ফিরে আসবেই। কিন্তু ভেতরে ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশয়ে ভুগছেন। কেননা গুঞ্জন উঠেছে সনি বেলজিয়ামে গেলেও ওর মূল লক্ষ্য নাকি মোহনবাগানের সঙ্গে চুক্তি করা। আইএফএ শিল্ডে খেলার সময় মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান সনিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে মোহনবাগানের সঙ্গে পারিশ্রমিকে বনিবনা হওয়াতে এখানেই খেলতে রাজি হন। তবে শেখ জামালের সঙ্গে পুরো মৌসুম চুক্তি থাকাতে সমস্যা হয়ে দাঁড়ায়। সুতরাং সনি যদি এখন মোহনবাগানে খেলতে চান তাহলে শেখ জামালের সঙ্গে চুক্তি ভঙ্গ করতে হবে। শুধু তাই নয় চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিকই সনির হাতে তুলে দিয়েছে শেখ জামাল। হেলাল বলেন, আমার বিশ্বাস সনি এ ধরনের প্রতারণার আশ্রয় নেবে না। মোহনবাগানে খেললে সে আমাদের মৌসুম শেষ করেই যাবে। তারপরও ফিরে না এলে আমরা আইনি ব্যবস্থা নেব।
শিরোনাম
- ‘১৮৫ পোশাক কারখানা বন্ধ, হাজারো শ্রমিক বেকার’
- সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
- বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
- বরিশাল মেডিকেলে দুটি ল্যাব ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
- ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা
- বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় প্রতারণার মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার
- এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা
- রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
- চার শীর্ষ ধনীর হাতে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চার মাধ্যম
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
- শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুনে দগ্ধ ৭ শ্রমিক
- পরিবহন ধর্মঘটে অচল নেত্রকোনা, চরম দুর্ভোগে যাত্রীরা
- ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : আহমদ তৈয়্যব
- পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখলের দাবি তালেবানের
- লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সনি নর্দেকে নিয়ে ধূম্রজাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর