দলের সবচেয়ে দামি ফুটবলার সনি নর্দেকে ছাড়াই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আজ দ্বিতীয়পর্ব শুরু করতে হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পেশাদার লিগে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী। ক্লাব সভাপতি মনজুর কাদেরের অনুমতি নিয়ে বেলজিয়াম একটি দলের হয়ে ট্রায়াল ম্যাচ খেলতে হাইতিয়ান এ স্ট্রাইকার ১১ এপ্রিল ঢাকা ছাড়েন। কথা ছিল ১৪ এপ্রিলই তিনি ঢাকায় ফিরবেন। না আসাতে ক্লাব থেকে বেলজিয়ামে যোগাযোগ করা হলে সনি জানান ১৬ এপ্রিল ফিরবেন। পরে আবার নিজেই ফোন করে জানান ১৭ এপ্রিলে আসার কথা। গতকাল শেখ জামালের ফুটবল ম্যানেজার আনারুল করিম হেলালের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ভিসা মেয়াদে জটিলতায় সনি ১৯ এপ্রিল ঢাকায় ফিরবেন। জটিলতা দূর করতে ক্লাব থেকে জরুরি কাগজপত্র গতকালই সনির কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, আশা করছি ও ১৯ এপ্রিলই ফিরবে এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবেন। হেলাল নয়, পুরো ক্লাবই আশা করছে সনি ফিরে আসবেই। কিন্তু ভেতরে ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশয়ে ভুগছেন। কেননা গুঞ্জন উঠেছে সনি বেলজিয়ামে গেলেও ওর মূল লক্ষ্য নাকি মোহনবাগানের সঙ্গে চুক্তি করা। আইএফএ শিল্ডে খেলার সময় মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান সনিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে মোহনবাগানের সঙ্গে পারিশ্রমিকে বনিবনা হওয়াতে এখানেই খেলতে রাজি হন। তবে শেখ জামালের সঙ্গে পুরো মৌসুম চুক্তি থাকাতে সমস্যা হয়ে দাঁড়ায়। সুতরাং সনি যদি এখন মোহনবাগানে খেলতে চান তাহলে শেখ জামালের সঙ্গে চুক্তি ভঙ্গ করতে হবে। শুধু তাই নয় চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিকই সনির হাতে তুলে দিয়েছে শেখ জামাল। হেলাল বলেন, আমার বিশ্বাস সনি এ ধরনের প্রতারণার আশ্রয় নেবে না। মোহনবাগানে খেললে সে আমাদের মৌসুম শেষ করেই যাবে। তারপরও ফিরে না এলে আমরা আইনি ব্যবস্থা নেব।
শিরোনাম
- নিজের লিভার দান করে স্বামীর জীবন বাঁচালেন খাদিজা
- মেয়ের প্রেমিকের বন্ধুকে পিটিয়ে হত্যা; ১৪ দিনেও গ্রেফতার নেই
- ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বসুন্ধরায় জমজমাট আয়োজনে কর্পোরেট ফুটসাল কাপ সম্পন্ন
- জাতীয় প্রেস ক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
- ফের ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে ফিলিপাইন
- দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
- ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা, নিহত ১১
- বন্দুক ঠেকিয়ে এতিমখানার লুটের গরু ৯ দিনেও উদ্ধার হয়নি
- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ দুই অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি
- গুলশান অলিম্পিয়াড ক্রিকেটে চ্যাম্পিয়ন জিওয়াইসি ডমিনেটরস
- ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, যা বলছে হোয়াইট হাউস
- উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
- একক নৈপুণ্যে মায়ামিকে সেমিফাইনালে তুললেন মেসি
- হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ২
- জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটার হয়েছেন কুপ্রস্তাবের শিকার : রেশমা
সনি নর্দেকে নিয়ে ধূম্রজাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর