দলের সবচেয়ে দামি ফুটবলার সনি নর্দেকে ছাড়াই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আজ দ্বিতীয়পর্ব শুরু করতে হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পেশাদার লিগে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী। ক্লাব সভাপতি মনজুর কাদেরের অনুমতি নিয়ে বেলজিয়াম একটি দলের হয়ে ট্রায়াল ম্যাচ খেলতে হাইতিয়ান এ স্ট্রাইকার ১১ এপ্রিল ঢাকা ছাড়েন। কথা ছিল ১৪ এপ্রিলই তিনি ঢাকায় ফিরবেন। না আসাতে ক্লাব থেকে বেলজিয়ামে যোগাযোগ করা হলে সনি জানান ১৬ এপ্রিল ফিরবেন। পরে আবার নিজেই ফোন করে জানান ১৭ এপ্রিলে আসার কথা। গতকাল শেখ জামালের ফুটবল ম্যানেজার আনারুল করিম হেলালের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ভিসা মেয়াদে জটিলতায় সনি ১৯ এপ্রিল ঢাকায় ফিরবেন। জটিলতা দূর করতে ক্লাব থেকে জরুরি কাগজপত্র গতকালই সনির কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, আশা করছি ও ১৯ এপ্রিলই ফিরবে এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবেন। হেলাল নয়, পুরো ক্লাবই আশা করছে সনি ফিরে আসবেই। কিন্তু ভেতরে ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশয়ে ভুগছেন। কেননা গুঞ্জন উঠেছে সনি বেলজিয়ামে গেলেও ওর মূল লক্ষ্য নাকি মোহনবাগানের সঙ্গে চুক্তি করা। আইএফএ শিল্ডে খেলার সময় মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান সনিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে মোহনবাগানের সঙ্গে পারিশ্রমিকে বনিবনা হওয়াতে এখানেই খেলতে রাজি হন। তবে শেখ জামালের সঙ্গে পুরো মৌসুম চুক্তি থাকাতে সমস্যা হয়ে দাঁড়ায়। সুতরাং সনি যদি এখন মোহনবাগানে খেলতে চান তাহলে শেখ জামালের সঙ্গে চুক্তি ভঙ্গ করতে হবে। শুধু তাই নয় চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিকই সনির হাতে তুলে দিয়েছে শেখ জামাল। হেলাল বলেন, আমার বিশ্বাস সনি এ ধরনের প্রতারণার আশ্রয় নেবে না। মোহনবাগানে খেললে সে আমাদের মৌসুম শেষ করেই যাবে। তারপরও ফিরে না এলে আমরা আইনি ব্যবস্থা নেব।
শিরোনাম
- রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে পুলওয়ামার চিকিৎসক উমর নবি?
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
সনি নর্দেকে নিয়ে ধূম্রজাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর