বাংলাদেশ সরকার না চাইলে জাতিসংঘের পক্ষে বাংলাদেশের সিটি কাউন্সিলের নির্বাচন তদারকির কোন এখতিয়ার নেই জাতিসংঘের। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক (Stéphane Dujarric, Spokesman for the Secretary-General) এক প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানে কারিগরি অথবা অন্য যে কোন সহায়তা না চাইলে জাতিসংঘ উপযাচক হয়ে যেতে পারে না।
গত ৩ এপ্রিল জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের পুনরাবৃত্তি করে স্টিফেন ডুজারিক বলেছেন, নির্বাচন হচ্ছে এবং সকলে অংশ নিচ্ছেন এটি অবশ্যই প্রশংসার সংবাদ। রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে সকল রাজনৈতিক দল একটি পন্থা খুঁজে নেবে এবং গণতন্ত্রের পথে সামনে এগিয়ে যাবে-এ অবস্থাকে জাতিসংঘ সমর্থন দেয়।
এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী অনেকে এখনও কারাগারে, ভোটারের একটি অংশ এখনও ভোটার হিসেবে তালিকাভুক্ত হবার সুযোগ পাননি, এ অবস্থায় জাতিসংঘ কোন ভূমিকা পালন করবে কিনা।
দৈনন্দিন প্রেস ব্রিফিংকালে মহাসচিবের মুখপাত্র ৫ এপ্রিল বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া আঘাত করার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সরকারের ভাষ্য অনুযায়ী কমপক্ষে ৪০ জনের প্রাণহানী ঘটেছে।আহত হয়েছেন ৩০০ জনের মত। ৯২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ হাজার বাড়ি ধসে পড়েছে। জাতিসংঘ পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ রেখেছে এবং প্রয়োজনে সহায়তা করতেও প্রস্তুত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৫/ রশিদা