যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। আটলান্টিক সিটির ওহ সেন্ট জোসেফ রিসোর্ট হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সম্মেলনের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ এবং বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান।
এ সম্মেলন উপলক্ষে সাউথ জার্সিতে বসবাসরত আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নেতা-কর্মী ও সমর্থকরা আশা করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সম্মেলনে একটি শক্তিশালী ও কার্যকরী কমিটি গঠিত হবে, যারা প্রবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এবং সাধারণ সম্পাদক জসীমউদ্দীন আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের সকল ভেদাভেদ ভুলে সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার আহবান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৮/ফারজানা