মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়ালালামপুরে মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১শে মার্চ শনিবার রাতে কুয়ালালামপুরস্থ বুকিত বিন্তাং হোটেল সলিলের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া ইসলামী বিদ্যালয়ের প্রফেসর ড জেহাদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক রাসেদ বাদল, যুবলীগ প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, সাংবাদিক বাবু গৌতম রায় প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবির, কবি আলমগীর হোসেন, মাসুদ রানা, ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান, শওকত হোসেন তিনু, সামছুল হক, সোহেল বিন রানা, রাশেদুজ্জামান টুটুল, যুবলীগ নেতা মার্শাল পাভেল, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মাহমুদ, শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ নেতা শেখ আরমান হোসেন, বঙ্গবন্ধু পরিষদের মোস্তাফিজুর রহমান আলোচনা সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর জেহাদুল করিম বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা সম্ভব নয়। দেশরত্ন শেখ হাসিনা তার কর্মদক্ষতায় আজ বিশ্বের সেরা দ্বিতীয় প্রধানমন্ত্রীর মর্যাদা লাভ করেছেন। মাদার অব হিউমিনিটির মর্যাদা লাভ করেছেন। বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় তুলে এনেছেন। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বিশ্বে আমাদের সক্ষমতা স্পষ্ট হয়েছে। যার মূল কারিগর হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাপতির সমাপনী বক্তৃতায় এম রেজাউল করিম রেজা বলেন, মহান স্বাধীনতার ৪৭বছর পেরিয়ে গেলেও ৭১এর পরাজিত শক্তি কিন্তু এখনো থেমে নেই। স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার জন্য আমাদের সামনে এখনো অনেকগুলো চ্যালেঞ্জ। বিশেষ করে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি অবকাঠামোগত, জনস্বাস্থ্য, শিক্ষা ও বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ঘটাতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, শিল্পখাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের গৃহীত পরিকল্পনা সফল বাস্তবায়নে তাই এ মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় সেই পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এবং আমাদের কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে,তাই ঐক্যের কোন বিকল্প নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রঞ্জন ভৌমিক, শ্রী প্রদীপ কুমার, কুয়ালালামপুর মহানগর শাখা আওয়ামী লীগ নেতা ডাঃ আইয়ুব, আবুল কালাম, বুকিট বিন্তাং শাখার রাশেদুজ্জামান টুটুল, কাজাং শাখার মোঃ শাহজাহান, পাংসাপুরী শাখার ফারুক হোসেন, কাম্পুং জাওয়া শাখার মোঃ সোহাগ সহ সকল অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন