সৌদিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার আয়োজন করে মদিনায় অবস্থানরত মনোহরদী ও বেলাবো প্রবাসীরা।
ইঞ্জিনিয়ার রাকিব হাসান ভূঁইয়ার সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: ফরহাদ, আব্দুল মোতালেব আকন্দ, মহসীন আকন্দ, আব্দুল রহমান বাতেন ও মো: হাবিবুর রহমান। বক্তব্য রাখেন মো: মনির হোসেন মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মূছা আব্দুল জলিল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজগর আলী ও শাহীন খলিফা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাজহার বলেন, রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, মানুষের মনের কথা বুঝতে হবে। অনেক বড় বড় নেতা আছে যারা এলাকায় যান না। তাদের সাথে সধারণ মানুষের দূরত্ব অনেক। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। আর এ জন্য তাঁর আত্মজীবনী পড়ার বিকল্প নাই। আওয়ামীলীগ সমর্থন করে ও সক্রিয় ভাবে জড়িত এমন সকলকে এ বই পুরোপুরি পড়া উচিত।
বিডিপ্রতিদিন/ ই-জাহান