সৌদি আরবের রিয়াদ ও জেদ্দার দুটি কেন্দ্রে ১৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে মিল রেখে স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয় পরীক্ষা।
রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাংলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন জানান, এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন ছাত্র ও ৮ জন ছাত্রী, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮ জন ছাত্র ও ৩০ জন ছাত্রী অংশ নেয়। তবে ব্যবসায় শিক্ষা বিভাগের ২ জন শিক্ষার্থী ও বিজ্ঞান বিভাগের ১ জন শিক্ষাথী অনুপস্থিত ছিল।
জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাংলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুর রহমান জানান, জেদ্দা কেন্দ্র থেকে এবারের উচ্চমাধ্যমিক পরিক্ষায় ৪৩ জন ছাত্র ও ৩৬ জন ছাত্রী অংশ নেয়।
সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকতা সরওয়ার আলম জানান, নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে যা যা করা দরকার যেমন মোবাইল, ক্যলকুলেটর, ডিজিটাল ঘড়ি ও সকল ইলেকট্রনিক যন্ত্র বন্ধসহ প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিভাবকগণ বলেন, সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা খুশি। আর দেশে পরীক্ষার সময় কোন রাজনৈতিক কর্মসূচি না থাকায় এবারের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করেন তারা।
এছাড়া প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ভালো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রশ্নের উত্তর দিতে পেরে তারা খুশি, প্রস্তুতি ভালো থাকায় আগামী দিনের পরীক্ষাও ভালো হবে বলে প্রত্যাশা।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৮/ফারজানা