প্রতিবারের মত বাহরাইনে বিভিন্ন দেশের কুটনীতিক, বিশিষ্টজন ও কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে কেক কেটে জাতীয় দিবস ও মহান স্বাধীনতার ৪৭তম বর্ষপূর্তি পালন করে বাংলাদেশ দূতাবাস। রবিবার (১ এপ্রিল) বাহরাইনের কূটনৈতিক এলাকায় রেডিসন ব্লু হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় আয়োজিত এ অনুষ্ঠানে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স মেহদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইনের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক সচিব ড. আব্দুল্লাহ বিন আহম্মেদ আল খলিফা।
বিশেষ অতিথি ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওয়াহিদ মোবারক সেরী, জামাল বিন আলিবু হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন জাপান, জার্মান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বুনাই, সুদান, তুরষ্ক, সৌদি আরব, ইউকে, ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কা, ওমান, নেপালসহ প্রায় ৩০ টি দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা।
এছাড়া ছিলেন বাহরাইনের লেবার এন্ড মিনিস্টার ডাইরেক্টর আহমেদ আল হাইকি, বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (প্রথম সচিব, শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাহরাইন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ( বি সি সি আই) নব নির্বাচিত চেয়ারম্যান সামির নাস সহ বাহরাইনের বিখ্যাত কোম্পানি আল মুয়িদ, দাদা ভাই গ্রুফ এবং জেঞ্জ এক্সচেঞ্জে সত্ত্বাধিকারী ও পরিচালকরা।
অনুষ্ঠান শুরুতে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মেহদী হাসান আমন্ত্রিত অতিথিদেরকে রাষ্ট্রদূত মেজর জেনারেল( অবঃ) কে এম মমিনুর রহমান ও বাংলাদেশের পক্ষ থেকে শূভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আলোকচিত্রের মাধ্যমে উপস্থিতিদের মাঝে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন চিত্র প্রদর্শন করা হয়।
উন্নয়নের এমন চিত্র অতিথিদের অবাক করেন। তারা অবাক চিত্তে বাংলাদেশের উন্নয়নের এমন অগ্রযাত্রার ব্যাপক প্রশংসা করেন এবং স্বাগত জানান এ যাত্রাকে। তারা বাংলাদেশের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ, বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ স্কুল, বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, তালিমুল কোরআন সংগঠনসহ সকল রাজনৈতি, অরাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কেক কাটা, আলোক চিত্র প্রদর্শন ছাড়া ও আয়োজনের মধ্যে ছিল বাংলাদেশ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মন মাতানো নৃত্য আর দেশীয় রকমারি খাবারের অপূর্ব সমাহার। আপ্যায়নসহ অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা ও তদারকিতে ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল ২০১৮/হিমেল