মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালি প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ সমিতি ইতালি। এ ছাড়াও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোমের সুন্দরবন রেস্টুরেন্ট হল রুমে আয়োজন করা হয় এই আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানের।
বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর রফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জি এম কিবরিয়া, সাবেক উপদেষ্টা মাহতাব হোসেন, সিনিয়র সহ সভাপতি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, ভুলু সৈয়াল সহ আরো অনেকে।
এ সময় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোঃ ফয়সাল, টিপু মুন্সি, ফিরোজ খান, যুগ্ম সম্পাদক বারী মোহাম্মদ, শামীমা পপি, সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, কোষাধ্যক্ষ মুজাহিদ রতন, প্রচার সম্পাদক হাবীব মকদম, আইন সম্পাদক আবুল বাশারসহ আরো অনেকে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মাহতাব হোসেন, ভুলু সৈয়াল, আলী আহম্মদ ঢালী, হুমায়ন কবিরকে মুক্তিযোদ্ধা সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন