নিউইয়র্কে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুক্তরাষ্ট্র শাখা। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচির প্রতি নিউইয়র্কের প্রবাসীদের পাশাপাশি সমর্থন জানিয়েছেন ভিনদেশিরাও।
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড এভিনিউতে গত ২৬ মার্চ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশি ছাত্রী মুশরাত হক। তিনি এখন স্থানীয় কর্নেল হাসপাতালের আইসিইউতে কোমায় রয়েছেন। তার মস্তিষ্কে আঘাত লেগেছে।
বক্তারা আহত ছাত্রীর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি গাড়ি চাপা দিয়ে পালানোর চেষ্টায় গ্রেফতার হওয়া ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে অংশ নেন নিসচা উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ বি এম ওসমান গনি, মুক্তিযোদ্ধা মনির হোসেন, আমজাদ হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক খোন্দকার রেজাউল করিম, মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি এ্যাক্টিভিস্ট রুবাইয়া রহমান, নিসচা সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মির্জা সাইফুল ইসলাম, সাইদুল আজম শোহন, সমাজকর্মী হাসিনা বিনতে রহমান শিমু, শোভন রায় চৌধুরী, শিবলী নোমানী, আলম মিয়া, অলিভ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন নিসচা সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৮/ফারজানা