চট্টগ্রাম জেলার উপজেলা রাঙ্গুনিয়াকে মাদক মুক্ত করার পাশাপাশি রাঙ্গুনিয়ার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান রাঙ্গুনিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী শাহ। সংযুক্ত আরব আমিরাতের রাঙ্গুনিয়া প্রবাসী সমিতি দুবাইয়ের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
শুক্রবার আমিরাতের শারজাস্থ হুদাবিয়া রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রাঙ্গুনিয়ার কৃতি সন্তান আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাতের আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, দুবাই বিজনেস ফোরামের সিনিয়ার সহ সভাপতি আইয়ুব আলী বাবুল, সমিতির সিনিয়র সহ সভাপতি মোহা্ম্মদ হাশেম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহা্ম্মদ আলী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহ মাকসুদ, বাংলাদেশ সমিতি শারজাহর সাবেক সভাপতি হাজী শরাফত আলী।
অনুষ্ঠানে অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন ইমরাদ হোসেন ইমু, নাসির তালুকদার, শওকত আকবর, হাজী আবদুর রাজ্জাক, মোহা্ম্মদ ইয়াসীন, জমির উদ্দীন, সাজ্জাতুল রুবেল, সিবলী সাদিক, গোলাম কাদের প্রমুখ। এ সময় সংবর্ধিত অতিথি মোহাম্মদ আলী শাহ প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির পুর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার