মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশি কর্মী ও শ্রমিকের সংখ্যা যেমন বাড়ছে, তেমনিভাবে বাড়ছে নানা সংকট ও সম্ভাবনাও। খুব শিগগিরই এসব সমস্যা নিরসন করে সম্ভাবনাগুলো কাজে না লাগালে মধ্যপ্রাচ্যের এই বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ কাঙ্ক্ষিত অবস্থান ধরে রাখতে পারবে না।
‘বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’-এর আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উঠে আসে এমন নানা সমস্যা ও সম্ভাবনার কথা।
৬ এপ্রিল রাতে সানাইয়া শিল্পাঞ্চল এলাকায় এশিয়ান টাউনে বাংলাদেশি রেস্তোরাঁ ইভিনিং স্পাইসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক। সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রবাসীদের বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন কাতারে কর্মরত বাংলাদেশি সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে উঠে আসে প্রবাসী কর্মীদের ভাষাগত অদক্ষতা, কর্মগত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, মাদক সমস্যা, বিমানবন্দরে হয়রানি ও প্রবাসে অবৈধ ভিসা বাণিজ্য বন্ধে পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন প্রসঙ্গ।
প্রবাসী সাংবাদিকরা দাবি জানান, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির খবরাখবর ও তাদের সমস্যা ও সম্ভাবনার কথাগুলো যেন বাংলাদেশের গণমাধ্যমে যথাযথভাবে গুরুত্ব পায়। এর ফলে সরকারের সংশ্লিষ্ট মহল এসব সম্পর্কে জানতে পারবে।
বাংলাদেশি কমিউনিটির নেতারা এ ধরণের মতবিনিময় সভা আয়োজনের প্রশংসা করে বলেন, এর ফলে কিছু বিষয় স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে, যেগুলো সমাধান করা গেলে বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশ সরকার যেমন উপকৃত হবে, তেমনিভাবে বিদেশে দেশের সুনাম ও সম্মান বাড়বে।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন সহ সভাপতি আকবর হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম, সহ সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবু হানিফ রানা, প্রচার সম্পাদক জাকারীয়া আহম্মেদ খালিদ, প্রশিক্ষণ সম্পাদক তামীম রায়হান।
অ্যসোসিয়েশনের সদস্যদের মধ্যে মতামত তুলে ধরেন গোলাম মাওলা হাজারি, হারুনুর রশিদ মৃধা, শরিফুল ইসলাম আবুল প্রমুখ।
বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন নজরুল ইসলাম, ওমর ফারুক চৌধুরী, আবু ছায়েদ, প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, নুরুল মোস্তফা, পেয়ার মোহাম্মদ, নুরুল কবির চৌধুরী প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, শরিফুল হক সাজু এবং লোকমান আহমদের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন