আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগের সম্প্রতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ডেনমার্ক অাওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রামের কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর, আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যুৎ বড়ুয়া সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ প্রাথীকে জয়ী করতে হবে। দেশের স্বার্থে আওয়ামী লীগের বিকল্প নেই। অর্থনৈতিক মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আবার আস্থা রাখতে হবে।
আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ বাহাদুর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম মহিউদ্দিন বেলাল রনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়ক সাইফুল, রেজাউল, বাপ্পী, মুন্না এবং পরিষদের সদস্য মোহাম্মদ মুন, তাজুল এরশাদ, মনসুর, বক্কর, আলাউদ্দিন, সামি, মুসা, আলম।
এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৮/মাহবুব