বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রিয়া ভিয়েনার ভিএইচএস ফ্লরিসড্রফ হলে সম্প্রতি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সহ-সভাপতি এমরান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রিয়ান সংসদ সদস্য নোরটেন ইলমাজ। অতিথি হিসেবে আরও ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়ান সোশ্যাল ডেমক্রেটিক পার্টির নেতা ও অস্ট্রিয়ান সংসদের সাবেক সদস্য বরোনহিলডে ফুকস, লিজিং সিটি কাউন্সেলর রেনাটে সাগমাইসটার।
অনুষ্ঠানে বক্তব্য দেন অস্ট্রিয়ান সোশ্যাল ডেমক্রেটিক পার্টির নেতা এরনসট গ্রাফট, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার অনারারি কাউন্সেলর ভলফগাং উইনিনগার, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার কর্মকর্তা ড. মোহাম্মদ শামসুদ্দিন, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সিনিয়র আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাশফিয়া মনসুর, অস্ট্রিয়া আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আবদুল জলিল, আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহি দাস সাহা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, মাহমুদুর রহমান, তাসমিন আকতার ও নাবিলা খন্দকার।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/ফারজানা