কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অব অন্টারিও’র ১৯তম বার্ষিক ‘বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স নাইট-২০১৮’অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চাঁদনি গ্র্যান্ড বাঙ্কুয়েট হলে আয়োজিত এই ইঞ্জিনিয়ার্স নাইটে কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
কানাডার ফেডারেল ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হুসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কানাডায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও’র প্রেসিডেন্ট ড. অমিত চাকমা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আয়েশা মৌসুমি, ফারহানা শান্তা, নাফিয়া ঊর্মি, লিটন কাজী প্রমুখ। তাসরিনা শিখা এবং প্রকৌশলী আলী তারিক কবিতা আবৃত্তি করেন। অরুণা হায়দার পরিচালিত ‘সুকন্যা নৃত্যাঙ্গন’-এর শিল্পীদের মনোমুগ্ধকর নাচ সবার দৃষ্টি কাড়ে। মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স নাইট-২০১৮’এর কনভেনর প্রকৌশলী নওশের আলী অনুষ্ঠানটি সফল করে তোলায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/হিমেল