বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. কাওসারকে ফিমিউসিনো বিমানবন্দরে অভ্যার্থনা জানিয়েছেন ইতালি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। ব্যক্তিগত সফরে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় ইতালির রোমে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, আবু তাহের, দফতর সম্পাদক হাবীব মকদম, আইটি সম্পাদক বাবু ঢালী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদ রানা, আবুল হোসেন বাবু, ইকবাল ঢালী, পান্নু বেপারী প্রমুখ।
বুধবার ইতালির পালেরমো ও বৃহস্পতিবার কাতানীয়া ছাড়াও রোমে তাকে গণসংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম