প্রবাসে খেলোয়াড়দের মাঝে নৈপূণ্য সৃষ্টি করতে বাংলাদেশি মালিকাধীন নাসের স্পোর্ট ক্লাবের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হলো সামার এসম্যাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
টুর্নামেন্টে বিশ্বের ৩০টি দেশের ১৬০ দল অংশগ্রহণ করে। আল-জাজিরা স্পোর্ট ক্লাবের প্লে গ্রাউন্ডে সকাল ৮টা থেকে শুরু হয় লীগ পদ্ধতিতে বিভিন্ন দলের খেলা। গতকাল সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয় আবুধাবি ইয়েস একাডেমির প্লে গ্রাউন্ডে।
খেলা শেষে প্রত্যেক ক্যাটাগরীর বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী তুলেন দেন নাসের স্পোর্ট ক্লাবের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম, নাসের স্পোর্ট ক্লাবের পরিচালক গোলাম কাদের ইফতি, সিনিয়র কোর্চ মোহাম্মদ জাবেদ, টিম ম্যানাজার মামুনুর রশিদ মুন্নাসহ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নাসের স্পোর্ট ক্লাব দুবাই ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য পদ লাভ করে। আগামীতে সকলের সহযোগিতা নিয়ে ডিসেম্বরে দেশে বৃহদাকারে ও বিদেশে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান ক্লাবের পরিচালক।
বিশ্বের মাঝে দেশের ইতিবাচক ইমেজকে তুলে ধরার জন্য এই আয়োজন বলে জানান নাসের স্পোর্ট ক্লাবের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/আরাফাত