নতুন বছর ১৪২৫ বঙ্গাব্দ উৎসবমুখর পরিবেশে বরণ করে নিয়েছে স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের হেড অব চ্যান্সেরি মিনিষ্টার হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের নেতৃবৃন্দরাও এতে অংশ নেন।
প্রধান অতিথি স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম নিরপেক্ষতা, উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই হোক আমাদের অঙ্গীকার। বৈশাখের উত্তাপ আর ঝড় পুরনোকে ভেঙে নতুনকে সৃষ্টি করার শক্তির প্রতীক। বাঙালির নতুন বছরে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প করার এটিই উপযুক্ত সময়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ। অতিথিদের বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দীন, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম, আব্দুল কাইউম সেলিম, ফয়জুর রহমান, আব্দুর রহমান, আইনজীবী তারেক হুসেন,আজম খাল প্রমুখ।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/ফারজানা