ইতালির রোমে নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ইতালি। 'আসুন বাংলা সংস্কৃতিকে লালন করি'- এই স্লোগানকে সামনে
রোমের বাংলাদেশ দূতাবাস ইতালি বর্ষবরণে ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে। শিশুদের ক্রীড়া অনুষ্ঠান ও নারীদের জন্য বালিশ খেলা ছিল খুবই উপভোগ্য।
এ ছাড়াও আয়োজন ছিল মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, বাহারি পিঠা-পায়েশ আর সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ইরফানুল হকের পরিচালনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতালি প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত আঃ সোবহান সিকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মানস মিত্র, কাউন্সিলর রফিকুল আলম, রাজীব ত্রিপুরা, প্রথম সচিব ইরিন জুলি, শেখ সালেহ আহমেদ সহ আরো অনেকে। এ ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে শুরু হয়ে অনুষ্ঠান দুপুরে শেষ হয় ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন