আবহমান বাংলার স্বদেশিয় সংস্কৃতিকে তুলে ধরতে প্রতিবছরের ন্যায় এবারও ১৪২৫ বাংলা বর্ষকে বরণ করতে সৌদি আরবের রিয়াদে হতে যাচ্ছে বৈশাখী মেলা। মেলাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি।
সৌদি আরব রিয়াদ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজক ইভেন্ট অর্গানাইজার প্রতিষ্ঠান 'শ্যাডো'।
সোমবার রাতে দুতাবাসের হল রুমে“বৈশাখি ধামাকা ১৪২৫” উপলক্ষে গান, কবিতা, নৃত্যের অনুশীলন করা হয়।
আগামী ২০ এপ্রিল শুক্রবার ইস্তেরাহা আল নওয়াফী তুমামাহ (গত বছরের মেলার স্থান) দিন ব্যাপি রিয়াদে বৈশাখী মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রদূত গোলাম মসিহ ও মিসেস সাইদা গুল ই আরজু।
গতবারের ন্যায় এবারো মেলার মিডিয়া পার্টনার নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন