ইতালির রোমে বিভিন্ন সংগঠন বাংল বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে বর্ষবরণের পাশাপাশি পুরাতন বছরকে বিদায়ও দিয়েছে অনেকে। ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি, ন্যাশনাল এক্সচেঞ্চ কোম্পানির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর ফরাজী ও ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল বিভাগ সমিতির সাধারন সম্পাদক এম এ রব মিন্টুর আয়োজনে বর্ষ বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।
রোমের আর্কো দি তিব্বুতিনা আলী বাবা কাবাব হল রুমে এই পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি, বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝি, নেক মানি এক্সচেঞ্চ এর চেয়ারম্যান ইকরাম ফরাজী, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীনু, গাজীপুর জেলা সমিতির সভাপতি সোহরাব হোসেন, ইতালির সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক, কাউন্সিলর কবির হোসেন, বাংলাদেশ সমিতির সহ সভাপতি পান্নু খান, যুগ্ম সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজী, বরিশাল বিভাগ যুব সমিতির সভাপতি মেহেদী হাসান, বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক স্বপন হাওলাদরসহ প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশী। এ সময় জাহাঙ্গীর ফরাজী এবং এম এ রব মিন্টু বলেন পুরাতন বছরের সব গ্লানি ভুলে গিয়ে নতুন বছরে সকল ভেদাভেদ ভুলে আসুন ঐক্যবদ্ধ ভাবে সুন্দর সমাজ গড়ি।
বিডি প্রতিদিন/এ মজুমদার