প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত জাতীয় কর্মসূচি অনুসরণে জেদ্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় কনস্যুলেট প্রাঙ্গণে উদযাপিত হয়েছে। জেদ্দা কনস্যুলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল এফ. এফ. বোরহান উদ্দিন উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে ১৭ এপ্রিল ১৯৭১-এর ওপর “মুজিবনগর : বাংলাদেশের প্রথম রাজধানী” শীর্ষক প্রামান্যচিত্র এবং “খন্ডগল্প : ১৯৭১” শীর্ষক মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এ ছাড়াও সন্ধ্যায় কনস্যুলেট ভবন আলোকসজ্জা করা হয়। অনুষ্ঠানে জেদ্দায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০৮/হিমেল