যুক্তরাষ্ট্র বিএনপির নেতা পারভেজ সাজ্জাদকে মামলা থেকে অব্যাহিত দিল সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের জজ এন্ড্র্যু এল কার্টেল জুনিয়র।
২০১৬ সালের ২৫ মে পারভেজ সাজ্জাদসহ আরো ৫ জনকে গ্রেফতার করেছিল নিউইয়র্কের পুলিশ।
ম্যানহাটানের চায়না টাউনে প্রশাধনী সামগ্রির ব্যবসার আড়ালে নকল পণ্যে মাল বিদেশ থেকে আমদানির অভিযোগ করেছিল পুলিশ বাহিনী। গ্রেফতারের দিনই সাজ্জাদ জামিনে মুক্তি লাভ করেন। এরপর তিনি নিজেকে ওই অভিযোগ থেকে মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করেন। অবশেষে জজ গত সপ্তাহে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজের নির্দেশ দেন।
ম্যানহাটানে অবস্থিত সাউদার্ন ডিস্ট্রিক্ট ইউএস এটর্নি অফিস থেকে ২৬ এপ্রিল বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলা হয়, অপর ৪ জনের মামলা এখনও বিচারাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন