বাংলাদেশের একদিন আগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সোমবার দিবাগত রাতে মালয়েশিয়াতে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।
তবে মাজাহাবের অনুসারী হওয়ায় মালয়েশিয়ানদের মাঝে শবে বরাত নিয়ে এত গুরুত্ব না থাকলেও মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা প্রতিবছরই তা পালন করে আসছে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।
সাত সমুদ্র তের নদীর ওপারে পরিবার পরিজনহীন অবস্থায় প্রিয় মুখগুলো সারাদিন কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরে লেগে পড়েন শবে বরাতের মুখরোচক খাবারগুলো তৈরিতে। শত ব্যস্ততার মাঝেও তারা তৈরি করেন হালুয়া, রুটিসহ শবে বরাতের রকমারি মুখরোচক খাবার। একে অপরের সাথে ভাগাভাগি করতেও ভুলেন না তাদেরি আশপাশে থাকা অন্য সকল প্রবাসী বাংলাদেশীদের সাথে। খাওয়া দাওয়া শেষে সবাই ছুটে চলেন মহান রবের নৈকট্য লাভের আশায় মসজিদে।
মালয়েশিয়ায় বাংলাদেশী অধ্যুষিত প্রায় প্রত্যেক এলাকায়ই প্রবাসী বাংলাদেশীদের পরিচালনায় গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ। পবিত্র শবে বরাতের সন্ধ্যা নামতেই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি মসজিদগুলোতে নামে প্রবাসীদের উপচে পড়া ভিড়। আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় ইবাদত বন্দেগিতে শামিল হয় সবাই।
বাংলাদেশি প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন।
মহিমান্বিত এ রজনীতে প্রিয় স্বদেশ বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রবাসীরা বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।
বিডি প্রতিদিন/১লা মে ২০১৮/হিমেল