নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইসমাইল হোসাইন রায়হানকে সভাপতি ও সিলেটের কানাইঘাটের অজির উদ্দিন মারুফকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের স্পেন শাখার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ কমিটির অনুমোদন দেন। আগামী ১ বছরের জন্য তাদের মনোনীত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে অভিনন্দন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/০১ মে ২০১৮/এনায়েত করিম